তাওহিদুল ইসলাম: তীব্র শীত আর ঘন কুয়াশা, সাথে বয়ে চলেছে হিমেল হাওয়া, কাঁপছে হতদরিদ্র ও সড়কের পাশে থাকা ছিন্নমূল অসহায় মানুষ।
প্রতি বছরের মতোই প্রচন্ড শীতে কষ্টে থাকা হতদরিদ্র ও সড়কের পাশে থাকা অসহায়দের মাঝে কম্বল নিয়ে হাজির ফরিদপুর জেলা পুলিশ।
মধ্যরাতে হাড় কাঁপানো শীতে কম্বল পেয়ে মহাখুশি ছিন্নমূল মানুষেরা। ৮ই জানুয়ারী শনিবার দিবাগত রাতে মধুখালীতে রেল ষ্টেশনে ঘুমিয়ে থাকা ছিন্নমূল মানুষের মাঝে ১০০ টি কম্বল বিতরণ করেন ফরিদপুর জেলা পুলিশ ও মধুখালী থানার পুলিশ সদস্যবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর ও মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম।