স্টাফ রিপোর্টারঃ গণতন্ত্র ন্যায়বিচার অধিকার জাতীয় স্বার্থ স্লোগানকে সামনে নিয়ে তারুণ্যের নতুন ধারার রাজনৈতিক দল “গণঅধিকার পরিষদ” এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ এপ্রিল বৃহস্পতিবার গণঅধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত ঝিলটুলীতে অবস্থিত স্টার বিরিয়ানী ও চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন ছাত্রঅধিকার পরিষদের ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ হারুন মিয়া, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহকারী আহ্বায়ক ডাঃ বায়েজিদ হোসেন (শাহাদত), ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফরহাদ মিয়া, যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ সহিদুর রহমান, সদস্য সচিব মোঃ সোহাগ মিয়া, বিএনপি নেতা ও অন্যান্য দলের নের্তৃবৃন্দ এ অনুষ্ঠানে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুুরু ভার্চুয়ালি বক্তব্য রাখেন।