
ফরিদপুর প্রতিনিধিঃ খিচুড়ি উৎসব উদযাপন কমিটির উদ্যোগ ফরিদপুরে দিন ব্যাপী খিচুরি উৎসব। এ বছর দ্বিতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করছে আয়োজক বৃন্দ।
শহরের অম্বিকা ময়দানে বিকেল তিনটায় এ উৎসবের আয়োজন করে খিচুড়ি উৎসব উদযাপন কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে সাধারণ সম্পাদক ডাক্তার অসম জাহাঙ্গীর চৌধুরী টিটো বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনু, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান শামীম অনুষ্ঠান সঞ্চালনা করেন আহসানুল বাশার শাহীন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ।
উল্লেখ করা যেতে পারে, এখানে একটা নির্ধারিত কুপনের মাধ্যমে যে টাকা সংগ্রহ হবে সেই টাকা হত দরিদ্র চারজন রোগীর মধ্যে সমভাবে ভাগ করে দেয়া হবে বলে জানানো হয়।
এই উৎসবটি সবার জন্য উন্মুক্ত বলে আয়োজকরা জানান।