ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
১৫ই জুন বিকেলে সদর উপজেলার কানাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় ফরিদপুরে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। এ সময় বিদ্যালয়ের পাঁচ শতাধিক ছাত্র ছাত্রীর মাঝে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরন করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে একটি বেল, একটি আম ও একটি কদবেল গাছের চারা রোপণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
জেলা কৃষকলীগের সভাপতি শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রদীপ কুমার দাস লক্ষণ, সহ সভাপতি প্রফেসর আবুল কাশেম, মহিলা সম্পাদিকা প্রভাষক সবিতা বৈরাগী, কোতয়ালী কৃষক লীগের আহ্বায়ক শেখ আকতার, যুগ্ম আহ্বায়ক রবিউল হাসান রাজিব প্রমুখ।
শামীম হক বলেন, আওয়ামী লীগ দেশের চিন্তা করে, মানুষের চিন্তা করে। পরিবেশের কথা ভেবে পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ও কর্মসূচি বাস্তবায়ন করছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি ছাত্রছাত্রীদের উদ্যেশ্যে বলেন, আজ তোমাদের যে গাছ দেওয়া হলো এই গাছ তোমরা তোমাদের বাড়ির আঙিনায় রোপন করবে এবং নিয়মিত এর যত্ন করবে। তাহলে বড় হয়ে এই গাছও তোমাদের যত্ন করবে।
উল্লেখ্য, প্রতি বছর আষাঢ়-শ্রাবণ ও ভাদ্র এই তিন মাসব্যাপী ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষরোপন করে বাংলাদেশ কৃষক লীগ।