নিরঞ্জন মিত্র নিরুঃ ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা কবি ও কথা সাহিত্যিক নুরুদীন শেখ রচিত উপন্যাস ” আমার জান্ত কবর দাও” এবং ছড়াগ্রন্থ ”সোনার দেশের সোনারা” এই বই দুইটির প্রকাশনা উৎসব উপলক্ষে কবি- সাহিত্যিকদের সম্মেলন কবিতা পাঠ ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর লেখক পরিষদের আয়োজনে (১৮ ফেব্রুয়ারি) শুক্রবার ১১ টায় শহরের গোয়ালচামট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পি. টি. আই) অডিটোরিয়ামে দিনব্যাপী এই সম্মেলনে কবিতা পাঠ ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর লেখক পরিষদের সভাপতি কবি সাহিত্যিক প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের বিচারপতি এস. এম. মজিবর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন কবি-সাহিত্যিকদের লেখার অধিকার থাকবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের কালির কলম দিয়ে এই দেশকে জড়িয়ে দেশের বিরুদ্ধে কোন কিছু লিখবেন না। দেশ আমাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়, আমি দেশকে কি দিয়েছি সেটাই বড় কথা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা এলজিআরডি মন্ত্রণালয়ের রিসার্স কনসালটেন্ট ড. মাহফুজুর রহমান, ঢাকা খেলাঘর সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, ঢাকা ছড়াচার্য্য সিরাজুল ফরিদ, সিলেটের পুঁথি সম্রাট জালাল খান ইউসুফী, ফরিদপুর জেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল ফয়েজ শাহনেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা কবি সুফিয়ান খান আবু, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) এর সুপারিনটেনডেন্ট মোঃ কুব্বত আলী খান, কবি শওকত আলী জাহিদ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফ উজ্জামান মুরাদ, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন মোল্যা, অধ্যাপক রোকেয়া বেগম।
উপস্থিত কবি সাহিত্যকদের চিত্র
এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক অধ্যাপক এম. এ. সামাদ, বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুল হক সাজ্জাদ, বীর মুক্তিযোদ্ধা পি. কে সরকার, কবি মাজেদুল হক লিটু, কবি সফিক ইসলাম, কবি নিলুফার ইয়াসমিন রুবি, গীতিকার ডি আসাদ, সংগীত শিল্পী পান্না আহম্মেদ, লেখক পরিষদের সদস্য সাংবাদিক এম,এ রবিউল হাসান (রাজিব), সাংবাদিক নিরঞ্জন মিত্র (নিরু) সহ বিভিন্ন জেলা উপজেলার কবি-সাহিত্যিক লেখক, গুণিজন ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এ অনুষ্ঠানের মাঝে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন কবিরা।
এসময় বিভিন্ন কবি সাহিত্যিক ও গুণিজনদের মধ্যে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি সুপ্রিম কোর্টের বিচারপতি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকার কবি গোবিন্দ লাল সরকার।