নিরঞ্জন মিত্র নিরু ”এসেছে পল্লীর শুভদিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত এসএমই প্রণোদনা প্যাকেজের আওতায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মধ্যে ১ কোটি ৪৭ লক্ষ টাকার প্রনোদনা ঋণের চেক বিতরণ করা হয়।
এতে আর্থসামাজিক উন্নয়নে ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের জন্য এসএমই প্রণোদনা প্যাকেজের আওতায় এই ধাপে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ফরিদপুর অধীনে মোট ১ কোটি ৪৭ লক্ষ টাকা ঋণ তহবিল বরাদ্দ পেয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ফরিদপুর কতৃক আয়োজিত (১৩ জানুয়ারি) বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার ৬৩ জন ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তা পরিবারের সদস্যদের মধ্যে মোট ১ কোটি ৪৭ লাখ টাকার চেক বিতরণ করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী করোনা ভাইরাস সংক্রমণের ক্ষতিগ্রস্ত গরীব-ধনীসহ দেশের সকল নাগরিকের গনতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি উদ্যোক্তাদের বলেন, আপানাদের ভাগ্যোন্নয়নে যাতে পিছিয়ে না পরে, সেই জন্য সার্বক্ষণিক নির্দেশনা প্রদান করে সল্প সুদে প্রনোদনা প্যাকেজের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সল্প সুদে সুবিধাদি সঠিক কাজে ব্যাবহার করে আপনাদের ভাগ্য অনায়াসেই উন্নতি সম্ভব। এই ঋণের টাকা নিয়ে আপনাদের শ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত হবেন। এতে আপনার সন্তানকে প্রতিষ্ঠিত করতে পারবেন। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার উন্নয়নের ক্ষেত্রে মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলেছেন। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে দ্রুত স্বাভাবিক করতে সম্মিলিতভাবে কাজ করছে সরকার। উদ্যোক্তাদের অর্থনীতি উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য দূরিকরণ বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার প্রতি নির্দেশনা প্রদান করে জানান, কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের নারীদের এই প্রনোদনা ঋণ কর্মসূচিতে অগ্রাধিকার প্রদান করতে হবে।
ফরিদপুর বিআরডিবি’র উপ- পরিচালক দীনেশ চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরামুল কবির, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। এসময় সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।