জিল্লুর রহমান রাসেল: আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির আওতায় ঝরে পড়া শিশুদের স্কুলমুখীকরণে ফরিদপুর পৌরসভা ও ছয়টি উপজেলায় একযোগে ৫৭০ টি শিখন কেন্দ্রর শিক্ষার্থীদের পোষাক বিতরণের অংশ হিসেবে পৌর এলাকার
রঘুনন্দনপুর এলাকায় অবস্থিত উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
৩ জানুয়ারি মঙ্গলবার দুপুুরে ১২.৩০ টায় বিদ্যালয় কক্ষে এসো জাতি গড়ি (এজাগ) এর নির্বাহী পরিচালক নাজমা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক নিখিল কর্মকার।
প্রধান অতিথি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা
মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো
কর্তৃক দেশকে নিরক্ষরমুক্ত করার লক্ষ্যে
একযোগে ৬৪টি জেলার ৩৪৫টি উপজেলা এবং ১৫টি সিটি করপোরেশন এলাকায় গত ১৫
ডিসেম্বর থেকে ১০ লাখ শিশুকে শিক্ষা প্রদানের জন্য শিখন কেন্দ্র শুরু করেছে।
তারই ধারাবাহিকতায় ফরিদপুর জেলায় ৫৭০ টি শিখন কেন্দ্রে ১৮৬০০ শিক্ষার্থীকে ৫৭০ জন শিক্ষক – শিক্ষিকা দ্বারা পাঠদান দেওয়া হচ্ছে। এসকল শিক্ষার্থীদের বই, খাতা, কলম, ব্যাগ, স্কুল ড্রেসসহ মাসিক ৩০০ টাকা দেওয়া হয়। এসকল শিক্ষার্থীরা যেন পুনরায় ঝরে না পরে সে জন্য আমরা নিয়মিত তদারকি করি। কোন বাচ্চা স্কুলে না এলে তার বাসায় গিয়ে খোঁজ নেওয়া হয় কেন স্কুলে আসছে না। এ সকল বাচ্চারা যেন ভবিষ্যতে সুন্দর জীবনের অধিকারী হয় সে লক্ষে সরকার কাজ করে যাচ্ছে।
এ সময় স্থানীয় মহিলা কাউন্সিলর ও এজাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।