বিশেষ প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং ফরিদপুর জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এর নের্তৃত্বে সদর উপজেলার নিউমার্কেটে অবস্থিত দোকানে ইলেকট্রনিকস পণ্য চার্জার ফ্যান, চার্জার লাইট এর দোকানসমূহে অভিযান পরিচালনা করা হয়।
১৯ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় ফরিদপুর সদর পৌরসভার বিভিন্ন মার্কেটে এ অভিযান চালানো হয়। লোডশেডিং এর জন্য ইলেকট্রনিকস পণ্য বিশেষ করে চার্জার ফ্যান, চার্জার লাইট, আইপিএস এর দাম যেন না বাড়ে সেজন্য ব্যবসায়ীদের সচেতনতার পাশাপাশি প্রতিশ্রুতি হিসেবে বিদেশি ইলেকট্রনিকস পণ্য যথাযথভাবে সরবরাহ ও বিক্রয় না করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড আরোপ করা হয়।
পরে একই বাজারে মুদি দোকানসমূহে বোতলজাত সয়াবিন তেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয় তদারকি করা হয়। সয়াবিন তেল ধার্য্যকৃত মূল্য থেকে অনেক কম দামে বিক্রি হতে দেখা যায়।
এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র বিপণন কর্মকর্তা মোঃ সাহাদাত হোসেন, সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ বজলুর রশিদ খান সহ জেলা পুলিশের ১টি টিম এবং তিতুমীর বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।