০নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর জেলার আয়ুর্বেদিক চিকিৎসক গনের জরুরী আলোচনা সভা শেষে উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে ফরিদপুর আয়ুর্বেদিক চিকিৎসক কল্যান সমিতির কমিটি গঠন করা হয়।
উপস্থিতি সকল চিকিৎসকের সম্মতিক্রমে নব-গঠিত ফরিদপুর জেলার আয়ুর্বেদিক চিকিৎসক কল্যান সমিতির কমিটিতে সভাপতি নির্বাচিত হলেন রাজেন্দ্র ঔষধালয় (প্রা:) লি: এর প্রতিষ্ঠাতা ও আয়ুর্বেদ চিকিৎসা ভিষগরত্ন অধ্যক্ষ কবিরাজ সন্তোষ কুমার সাহার আশির্বাদ পুষ্ট কবিরাজ রঞ্জন কুমার সাহা, সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হলেন কবিরাজ মোঃ লিয়াকত হোসাইন বিশ্বাস বি. এস. এস (অনার্স) এম. এস. এস (সমাজকর্ম) ডি. এম. এস (ঢাকা)।
কোষাধক্ষ্য হিসাবে কবিরাজ মোঃ শুকুর ফকির এবং সাংগঠনিক সম্পাদক সহ সেই সাথে (২১) সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসাবে কবিরাজ মকিম শেক। এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের আয়ুর্বেদ চিকিৎসকগন এ কমিটিতে বিভিন্ন পদে নির্বাচিত হন।
উল্লেখ্য যে, আগামী ৩ বছরের জন্য এ কমিটি গঠিত হলো।
নব-নির্বাচিত সভাপতি কবিরাজ রঞ্জন কুমার সাহা বলেন, ঔষুধ সেবনের উদ্দেশ্য হচ্ছে রোগ মুক্ত হওয়া, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই ঔষুধ সেবন করতেও মানুষ রীতিমতো ভয় পাচ্ছে শুধু পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ে। আর এই ভয়ভীতি দূরীকরণের জন্য উন্নত বিশ্বের মানুষের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের সচেতন মানুষেরাও আজ আয়ুর্বেদ ঔষুধ সেবন করাকে পছন্দ করছে। তিনি আরো জানান, আমরা ফরিদপুর আয়ুর্বেদিক চিকিৎসক কল্যান সমিতিকে সমগ্র জেলায় আরো শক্তিশালী করে তুলবো।
সাধারণ সম্পাদক কবিরাজ মোঃ লিয়াকত হোসাইন বিশ্বাস কানাইপুর আয়ুর্বেদ মেডিকেয়ার এর স্বত্বাধিকারী শুরুতেই ফরিদপুর আয়ুর্বেদিক চিকিৎসক কল্যান সমিতির পক্ষ থেকে ফরিদপুর বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আয়ুর্বেদ চিকিৎসাকে বিশ্ব মানের রূপদান করতে ফরিদপুরের সকল আয়ুর্বেদ চিকিৎসককে আদর্শ চিকিৎসক বানানোর লক্ষ্যেই ফরিদপুর আয়ুর্বেদ চিকিৎসক কল্যান সমিতির যাত্রা শুরু। এতে ফরিদপুরে আয়ুর্বেদ চিকিৎসক কল্যান সমিতির সকল চিকিৎসকগন ঐক্যবদ্ধ থাকা এবং স্বাধীন ভাবে তাদের পেশাদারিত্ব বজায় রাখতে পারে।
তিনি আরো জানান, একা একাই কখনো কোনো কিছু করা সম্ভব নয়, ফরিদপুর আয়ুর্বেদ চিকিৎসক কল্যান সমিতির প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতায় সারা বাংলাদেশের মধ্যে আমরা অনেক বড় আকার ধারণ করতে পারবো এবং দেশের প্রতিটি মানুষের দ্বারে দ্বারে আয়ুর্বেদ চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।
এছাড়া কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ সাংগঠনিক বক্তব্য রাখেন এবং সংগঠনকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেয়া যায় এ ব্যাপারে উপদেষ্টা মন্ডলীর সদস্য সহ অন্যান্য সদস্যরা বিভিন্ন সিদ্ধান্ত নেন।