জিল্লুর রহমান রাসেলঃ “পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা” এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
১ অক্টোবর শনিবার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ এসএম আলী আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মোঃ শাহজাহান, স্বাচিপের সভাপতি ডঃ এম এ জলিল, এফডিএ এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, প্রফেসর শেখ আঃ সামাদ, প্রফেসর শীপ্রা রায়, সরকারি ইয়াছিন কলেজের অধ্যায় প্রফেসর শীলা রানী মন্ডল, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডঃ আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু, পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক আঃ কুদ্দুস প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাসলিমা আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিটন আলী, শহর সমাজসেবা অফিসার এস এম সুজাউদ্দিন রাশেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ নুরুল হুদা।
আলোচনা সভা শেষে প্রবীণ মুক্তিযোদ্ধা, প্রবীণ শিক্ষাবিদ, প্রবীণ সংগীতজ্ঞ, মমতাময় ও মমতাময়ী এই পাঁচ ক্যাটেগরিতে সম্মাননাসূচক পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বিন্যামুল্যে প্রবীণদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়।