জিল্লুর রহমান রাসেল, ফরিদপুরঃ ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়সজনে ফরিদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করেছে বিভিন্ন নারী সংগঠন।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলন দিবসটি স্বীকৃতি পায়। ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।
দিবসটি উপলক্ষে ২৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুর অঞ্চল নারী সংগঠন সমূহের নেটওয়ার্ক ফাউন্ডেশনের উদ্যোগে মানবন্ধন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, বেগম হীরুন্নাহার প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, মানব সভ্যতার পেছনে নারীর অবস্থানকে কোনোভাবেই ছোট করে দেখার কোনো অবকাশ নেই। লাখ লাখ বছর আগে গুহাবাসী নারী-পুরুষ যৌথ প্রচেষ্টায় যে জীবন শুরু করেছিল, তা ক্রমেই বিকশিত হয়ে আজকের সভ্যতার সৃষ্টি হয়েছে। তাই নারীদের ভোগ্যপণ্য হিসেবে না দেখে তাকে তার সঠিক মর্যাদা দিতে হবে। সকল অপমান থেকে নারীকে মুক্ত করতে হবে। নারীরা প্রতিনিয়ত কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হন। নির্যাতিত নারীদের অধিকাংশই নীরবে নির্যাতন সহ্য করেন। এই নির্যাতন নারীর অগ্রগতির পটে একটি মারাত্মক হুমকি বা বাধা।
উন্নয়নের মহাসড়কে আগুয়ান বাংলাদেশের অর্থনীতিতে নারীর আবদান অনস্বীকার্য। ভুলে গেলে চলবে না, নারী ভোটও কিন্তু অর্ধেক ভোট। নারীবান্ধব সমাজ অর্থনীতিকে এগিয়ে নেবে।