1. news.ajkerkontho@gmail.com : Ajker Kontho : Ajker Kontho
  2. rjillur86@gmail.com : Jillur Rahman Russell : Jillur Rahman Russell
  3. sklablu6580@gmail.com : Lablu Shek : Lablu Shek
  4. multicare.net@gmail.com : আজকের কন্ঠ :
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মাদ্রাসা ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদে ৪ শিক্ষকের ওপর হামলা অভিযোগ আলোচিত ছাত্রলীগের সভাপতিকে বহিষ্কার কাজদিয়া সরকারী বিদ‍্যালয়ে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ২১ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কানাইপুর ইউনিয়নের জনগণ যাতে সঠিক সেবা পায় তা নিশ্চিত করা হবে আলতাফ হোসেন নিরাপদ সবজি গ্রাম ঘোষনা ও সনদপত্র বিতরন জমকালো আয়োজনে তুষার মাহমুদ আকমান এর ৪৪ তম জন্মদিন পালন গোয়ালচামটে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত কৈজুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওন এবং সম্পাদক তানজিল  কৈজুরীতে নারীর সহিংসতা রোধে ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে আন্তঃ জেলার ডাকাত দলের ৭ সদস্য আটক

Rabiul Hasan Rajib
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
সত্য প্রকাশে নির্ভীক

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর জেলা গােয়েন্দা শাখা কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও মাদকসহ জেলার কোতোয়ালী থানাধীন হাবেলী গোপালপুর ডগবস্তির স্থান হতে আন্তঃজেলা ডাকাত দলের ০৭ সদস্য আটক।

ফরিদপুর জেলা গােয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মােঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে (১৬ জানুয়ারি) রবিবার ভোর রাত ৫ ঘটিকার সময় ডাকাতি প্রস্তুতি কালে উক্ত গােপন তথ্যের ভিত্তিতে সংবাদ অবহিত হওয়ার পরে। অত্র উক্ত চক্রের সদস্যদের গ্রেফতারের জন্য তৎপর হয় এসআই মােঃ ফরহাদ হােসেন, এসআই মােঃ শফিকুল ইসলাম, এসআই মােঃ মাহাবুল করিম, এসআই শামীম হাসানসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ফরিদপুর কোতয়ালী থানাধীন ০২নং হাবেলী গােপালপুর ডগবস্তির উত্তর পাশে ফাঁকা জায়গা হইতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় আসামী ১। রায়েব আলী সরদার (৪০), ২। মিন্টু সরদার (৩৬), উভয় পিতা-মোজাম সরদার, মাতা-ছাহেরা বেগম, সাং-হাসনহাটি, ৩। আশরাফুল শেখ (৩২), পিতা-আবুল হাশেম শেখ, মাতা-মৃত ফিরােজা বেগম, সাং-ছাগলদী (মাদ্রাসার পাশে), সর্বখানা-নগরকান্দা, ৪। মিজান শেখ (৪০), পিতা-মৃত আইয়ূব আলী শেখ, মাতা-কইতরি বেগম, সাং-কাগদী সজ্জলকান্দা, থানা-সালখা, সর্ব জেলা ফরিদপুর, ৫! আলেপ মন্ডল ওরফে সাগর (৩০), পিতা-মৃত শাহজাহান মন্ডল, মা-মাকিনা বেগম, সাং-দয়ারামপুর, খানা-কালুখালী, জেলা-রাজবাড়ী, ৬। শেখ মােশারাফ ওরফে মুছা (৩০), পিতা-শেখ সাহিদ, মাতা-মিনারা বেগম, সাং-চরকমলাপুর, ৭। মােশারফ হােসেন ওরফে মুসা (৪০), পিতা-মৃত শেখ ইমান, মাতা রহিমা বেম, সাং-বিলমামুদপুর হাজী ভ্রমরদী বেপারীর ডাঙ্গী, উভয় থানা-কোতয়ালী, জেলা- ফরিদপুর দ্বয়কে আটক করা হয়।

প্রেসসূত্রে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার সাংবাদিকদের জানান, গ্রেফতারকালে আসামী রায়েব আলী সরদার এর দখল হতে ০১ টি পিস্তুল (আগ্নেয়াস্ত্র) ০২ রাউন্ড গুলি, আসামী মিন্টু সরদার এর দখল হতে ০১ টি পিস্তল ০২ রাউন্ড গুলি, ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট, আসামী মিজান শেখ এর দখল হকে ০১ টি রামদা, ০১ টি বড় ছােরা, আসামী শেখ মােশারফ এর নিকট হতে ০১ টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। আসামী রায়েব আলীর বিরুদ্ধে ডাকাতি, চুরিসহ ০৫ টি, মিন্টু সরদারের বিরুদ্ধে ডাকাতি, চুরি, মাদকসহ ১৪ টি, আশরাফ এর বিরুদ্ধে ডাকাতি, চুরিসহ ০৩ টি মামলা, আসামী মিজান এর বিরুদ্ধে ০১ টি চুরি মামলা, শেখ মােশারফ এর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা ০১ টি, আসামী আলেম মন্ডল এর বিরুদ্ধে ০১ টি চুরি মামলা রুজু আছে। ঘটনা সংক্রান্তে সূত্রে বর্ণিত মামলা রুজু করা হয়েছে।

এই মামলার বাদী ফরিদপুর ডিবির এসআই মােঃ ফরহাদ হােসেন এবং ডিবির আই ও এসআই আঃ জব্বার।

ফরিদপুর কোতয়ালী থানার উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় সংশ্লিষ্ট ধারা-৩৯৯/৪০২ পেনালকোড।
মামলা নং-৪৬, জিআর ৪৬/২০২২, তারিখ-১৬.০১.২০২২ ইং মামলা হয়। পরবর্তীতে ধৃত আসামীদ্বয়ের স্বীকারোক্তি অনুযায়ী জেল হাজতে প্রেরন করা হবে।

উল্লেখ্য ফরিদপুর গােয়েন্দা শাখা জেলার বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যা সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
error: Content is protected !!