জিল্লুর রহমান রাসেলঃ ফরিদপুরে আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা বালক বালিকা অনুর্ধ্ব ১৯ এর উদ্বোধন করা হয়েছে।
১৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় জেলা কাবাডি কমিটির সভাপতি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা এর সভাপতিত্বে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার।
ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ফরিদপুর জেলা পুলিশ ও করিম গ্রুপের সার্বিক সহযোগিতায় এই কাবাডি লীগ অনুষ্ঠিত হচ্ছে।
ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ শামসুল হক ভোলা মাষ্টার, পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান (বিপিএম সেবা), করিম গ্রুপের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর মিয়া, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি শামীম হক, কোতয়ালী আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, পৌর মেয়র অমিতাভ বোস, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোসলেম উদ্দীন প্রমুখ।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার উদ্বোধনী বক্তৃতায় দেশ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, জেলা পর্যায়ের খেলোয়াড়দের এমনভাবে দক্ষ হতে হবে, যেন তারা জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠ পুরস্কারটি ছিনিয়ে আনতে পারে। এজন্য সকল প্রকার সহযোগিতা আমরা করবো।
ফরিদপুর জেলা আইজিপি কাপ অনুর্ধ্ব ১৯ (বালক ও বালিকা) কাবাডি লীগে ফরিদপুর সদর, বোয়ালমারী, আলফাডাঙ্গা, চরভদ্রাসন, নগরকান্দা, ভাঙ্গা, সদরপুর, মধুখালী ও সালথা উপজেলা অংশগ্রহণ করছে।
আগামী ২১ নভেম্বর রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।