জিল্লুর রহমান রাসেলঃ ফরিদপুর ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন সদর উপজেলা প্রশাসন।
২২ অক্টোবর শনিবার বিকেল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত ইউনিয়নের রনকাইল চাপাই পদ্ম বিলে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ জিয়াউর রহমান। অভিযানে বালু উত্তোলন কাজে ব্যবহৃত চারটি ড্রেজারের আটটি মেশিন ধ্বংস করা হয়। এ সময় প্রায় তিন হাজার মিটার পাইপ ধ্বংস করা হয়।
স্থানীয়রা জানান, এই এলাকাটিতে যোগাযোগের ভালো ব্যবস্থা না থাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেশ কয়েকটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রয় করেছে স্থানীয় বালু ব্যবসায়ীরা। এদের মধ্যে আক্কাস মেম্বার, আফজাল ও লিটন উল্লেখযোগ্য। প্রশাসনের লোকেরা যদি মাঝে মধ্যে এখানে আসে তাহলে এরা এই সুযোগ পাবে না।
এসিল্যান্ড বলেন, স্থানীয় কয়েকজন বালু ব্যবসায়ী সুয়োগ বুঝে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে সংবাদ পেয়ে আমরা এদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করি। এ সময় চারটি ড্রেজার মেশিন ও প্রায় তিন হাজার মিটার পাইপ ধ্বংস করেছি। চাপাই পদ্ম বিলের সৌন্দর্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এসব অবৈধ ড্রেজার ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলবে।