মধুখালী উপজেলার মেছরদিয়া এলাকায় আজ দুপুর ১ টায় এই ঘটনা ঘটে।
এই ঘটনায় নিহতরা হলেন নওয়াপাড়া গ্রামের ৬০ বছরের বৃদ্ধ কালাম শেখ ও একই গ্রামের ৫০ বছরের রুবিয়া বেগম।
এ ঘটনায় আহত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন আব্দুল মান্নান। অপর আহত ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ব্যাপারে করিমপুর হাইওয়ে ওসি কিংকর কুমার বিশ্বাস জানান ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালী মেছের দিয়া এলাকায় রাস্তা পার হবার সময় যাত্রীবাহী রয়েল পরিবহনের একটি বাস চাপা দিলে চালক ও নারী যাত্রী ঘটনাস্থলে নিহত হন।
এছাড়া এই ঘটনায় অপর দুই যাত্রী আব্দুল মান্নান কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া চতুর্থ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।