বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির রাজবাড়ী জেলা শাখার আংশিক কমিটি গঠিত হয়েছে।
গত ২৫ ডিসেম্বর সকালে রাজবাড়ী আওয়ামী লীগের পার্টি অফিসে এই কমিটি গঠন করা হয়। সমিতির জেলা ও সদর উপজেলা শাখার আহ্বায়ক এস এম এ মান্নানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার পাঁচ উপজেলার নেতৃবৃন্দ।
বিশেষভাবে উপস্থিত ছিলেন জেলা যুগ্ন আহবায়ক গাউসুল আজম, প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, প্রাক্তন সভাপতি কালুখালী উপজেলা মোঃ আলী জিন্নাহ, প্রাক্তন সভাপতি গোয়ালন্দ উপজেলা মোঃ কেসমত আলী।
সভায় আলোচনার মাধ্যমে সর্বসম্মতি ক্রমে সমিতির সদর উপজেলার সভাপতি ও সুলতানপুর ইউনিয়নের পারশাইলকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয় মোঃ হায়ত আলী। তারা যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
এছাড়াও সভায় ২০১৩ সালের জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের টাইমস্কেল ও ৫০% চাকরি কালীন গণনার মামলা এবং প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অন্যান্য প্রাপ্য কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা করা হয়।