
ফরিদপুর প্রতিনিধি: প্রদর্শনী হকি ম্যাচে অংশগ্রহণ করলো ঢাকা ও ফরিদপুরের হকি খেলোয়াড়রা। এদিন শেখ জামাল স্টেডিয়ামে হকি কল্যাণ ফাউন্ডেশন এর ব্যানারে প্রদর্শনী হকি খেলার আয়োজন করে তারা । এতে শুধুমাত্র ফরিদপুরের খেলোয়াড় অংশ নেয়নি, অংশ নেয়নি অংশ নিয়েছে ঢাকা দলের খেলোয়াড়রা। এতে ঢাকা ভাটারন ও ফরিদপুর ভাটারান নামে দুটো দল অংশগ্রহণ করে । শেষ বাঁশি বাজা পর্যন্ত ফরিদপুর দল জয়লাভ করে ৪-২ গোলে। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ।
এই খেলার অংশ নেন ফরিদপুর জেলার সন্তান বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী সাতজন খেলোয়াড়। এর মধ্যে উল্লেখ হচ্ছেন মাহবুব হারুন, মুসা , ইসা, রুবেল হাসান, কুটি ও তূর্য। তবে জয় পরাজয় ছাপিয়ে তাদের খেলা মুগ্ধ করেছে দর্শকদের।
খেলা শেষে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মজিবুল হক ফিরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় দলের হকি কোচ মাহবুব হারুন, হকি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মুসা মিয়া, সাধারণ সম্পাদক মিরাজ উপদেষ্টা মোহাম্মদ মনি হকি খেলোয়াড় জামির হোসেন টুটুল, সভায় বক্তারা ফরিদপুরের হকির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুর রহমান ফরিদ।