ফরিদপুর প্রতিনিধিঃ দেশব্যাপী শিক্ষক নির্যাতন নিপীড়ন হত্যা এবং সাম্প্রদায়িক হামলা সহিংসতার প্রতিবাদে এক সাংস্কৃতিক সমাবেশ আজ শনিবার বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
উদীচী, আবৃত্তি সংসদ, বৈশাখী, খেয়ালী খেলাঘর লালন পরিষদ ও অঙ্কুরের উদ্যোগে এ কর্মসূচি পালন করে তারা।
অনুষ্ঠানে উদীচী ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেবের সভাপতিত্বে এবং উদীচী ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদীচীর সাধারণ সম্পাদক ডাক্তার দিলীপ রায়, খেলাঘরের সভাপতি আলতাফ হোসেন, ফরিদপুর সাহিত্য সংস্কৃতিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল, বৈশাখী নাট্যগোষ্ঠীর সভাপতি অ্যাডভোকেট বশির চৌধুরী, ফরিদপুর জেলা রিক্সা ভ্যান ইজিবাইক ইউনিয়নের নেতা অরুন কুমার শীল।
অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম ও উদীচীর সহ-সভাপতি হোসনে আরা বেগম। অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করেন লুৎফর নাহার লতা।
সভায় বক্তারা দেশব্যাপী শিক্ষক নির্যাতন হত্যা বন্ধ সাম্প্রদায়িক হামলা সহিংসতার প্রতিবাদে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এবং এ ব্যাপারে সরকারের জোড় হস্তক্ষেপ দাবি করেন।