
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর পৌর ইলেকট্রিক থ্রি হুইলার ও ব্যাটারি চালিত ইজিবাইক মালিক সমিতির মহান মাতৃভাষা দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা দোয়া মাহফিল, খাবার বিতরণ ও মাক্স বিতরণ কর্মসূচি দুপুর ১২ টায় ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান লিমন, সংগঠনের উপদেষ্টা শফিকুল ইসলাম, বাইতুল মাহফুজ, মোসলেম উদ্দিন, খন্দকার জাফর আহমেদ, সহ-সভাপতি লোকমান হোসেন, উপদেষ্টা কামাল হোসেন, যুগ্ম সম্পাদক কবিরুল আলম, মাহবুবুর রহমান, সেলিম বিশ্বাস মোহাম্মদ মেহেদী প্রমূখ।
সংগঠনের বক্তারা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। তারা অভিযোগ করে বলেন, তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। যে কারণে তারা এই মুহূর্তে অটো চালিয়ে জীবন অতিবাহিত করবেন সে নিশ্চয়তা পাচ্ছেন না। তারা বিআরটিএ এর নিয়ম অনুযায়ী অটো চলাচলের দাবি করেন, এজন্য বিকল্প সড়কের দাবি করেন, ইজিবাইক তুলে দেবার যে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করার দাবি করেন, এবং লাইসেন্সকৃত এলাকায় ভিতরে অটো চলাচল এ যাতে সমান সুযোগ দেয়া হয় সে ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। এরপর ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া মাহফিল করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আহমেদ নিজাম।