নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর বর্ধিত পৌরসভার পিয়ারপুর বাজারের নিকটে জাকের পার্টির ওয়ার্ড কার্যালয় উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
(২৮ জানুয়ারি) শুক্রবার সন্ধ্যা ৭ টায় পিয়ারপুর বাজার বাইপাস সড়ক সংলগ্ন সোহরাব মার্কেটে জাকের পার্টির কার্যালয় উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
বর্ধিত পৌরসভার ৭নং ওয়ার্ডের জাকের পার্টির সভাপতি মিরাজ শেখ এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার জাকের পার্টির সভাপতি মোঃ সানাউল্লাহ মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্মাণ শ্রমিকলীগের সভাপতি মোঃ হান্নান খান, কৈজুরী ইইনিয়নের পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ কুদ্দুস শেখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন কৈজুরী ইউনিয়ন ১নং ওয়ার্ডের জাকের পার্টির সভাপতি মোঃ খান, পৌরসভার ৭নং ওয়ার্ড জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ বাকিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমাস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুল শেখ, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আলিম শেখ, যুব বিষয়ক সম্পাদক মোঃ মিঠুন শেখ, সমাজকল্যাণ বিষয়ক মোঃ আজিজুর রহমান, কোষাধ্যক্ষ শেখ হাশেম, প্রচার সম্পাদক শেখ আক্কাস, শিক্ষা বিষয়ক মোঃ আজমির হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, জাকের পার্টি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। আমাদের কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য সুষ্ঠু রাজনৈতিক কার্যক্রম তুলে ধরা সহ ধর্মীয় কাজ সম্পাদন করা।