স্থানীয়রা আহত শিশু ও তার স্ত্রী কে উদ্ধার করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার শিশু পুত্রকে মৃত ঘোষণা করে ও তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। এ ব্যাপারে সদরপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সাধারন জনগন দাবি জানান।