
বিশেষ প্রতিনিধিঃ সালথা, ফরিদপুর: পুলিশের ওপর হামলা ও কাজে বাঁধা প্রদানের মামলায় ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়নকে (৪৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
চয়ন সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান। তার বাবা খন্দকার লতিফুর রহমান মুকুল মিয়াও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
রবিবার (১লা মার্চ) সকালে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ডিবি ওসি জানায়, শনিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ফরিদপুর শহরের নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রামে পুলিশ অ্যাসাল্ট (হামলা) ও পুলিশের কাজে বাঁধা দেওয়ার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত মাসের ১৪ এপ্রিল ফরিদপুর সালথা থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১১।
জানা গেছে- চয়ন আ.লীগ নেতা হলে গট্টিতে গ্রাম্যদলের নেতৃত্ব দিতেন। তিনি গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেয়। নির্বাচনে আ.লীগ মনোনিত প্রার্থী বিজয়ী হন। এরপর থেকে বিদ্রোহী প্রার্থী খন্দকার রেজাউর রহমান চয়ন ও আরেক বিদ্রোহী প্রার্থী খোরশেদ খান এক হয়ে গট্টি ইউনিয়নের বিভিন্ন সময় বিভিন্ন গ্রামে ইন্ধন ও নেতৃত্ব দিয়ে কয়েকটি সংঘর্ষে লিপ্ত হয়।
এতে ইউনিয়নের পরিবেশ উত্যপ্ত হয়ে উঠে। পরে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ গট্টিতে বিশেষ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে।