তারিকুল ইসলামঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান বাবু ফকির।
প্রয়াত আব্দুল মান্নান ফকিরের ভাতিজা বাবু ফকির। আব্দুল মান্নান ফকির পুরাপাড়া ইউনিয়নের ৪ বার নির্বাচিত চেয়ারম্যান। তার ছিলোনা কোন অহংকার, ছিলো না কোন অযোগ্যতা। তার ছিল শুধু একটাই চিন্তা চেতনা ইউনিয়ন বাসীর জন্য কিছু করা।পুরাপাড়া ইউনিয়ন বাসীর মনে তিনি আজীবন স্মরনীয় হয়ে থাকবেন।
তারই মতো ইউনিয়ন বাসীর নয়নের মনি হয়ে উঠেছেন আতাউর রহমান বাবু ফকির।বিপদে আপদে মানুষের ডাকে ছুটে চলতেন তাদের প্রয়োজনে। তারই প্রতিফলন দিয়েছে ইউনিয়নবাসী, নৌকার প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জয় পেয়েছে বাবু ফকিরের আনারস প্রতীক।
স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান বাবু ফকির আনারস প্রতীকে ৫৪০৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেলায়েত হোসেন মিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ৪২২৯ ভোট।
“আজকের কন্ঠ” প্রতিনিধি তারিকুল ইসলামকে নবনির্বাচিত চেয়ারম্যান জানান, পুরাপাড়া ইউনিয়ন থেকে মাদক ও দাঙ্গা-হাঙ্গামা নির্মূলে নিরলস ভাবে কাজ করে চলেছেন, এসব নির্মূল না হওয়া পর্যন্ত তিনি কাজ করে যাবেন। এবং ইউনিয়নবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা স্বীকার করেন ও সর্বাবস্থায় ইউনিয়নবাসীর পাশে থাকবেন বলে জানিয়েছেন।