তারিকুল ইসলামঃ পুড়াপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব এবং নগরকান্দা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে সপ্তাহ ব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠান আজ রবিবার পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হয়।
অনার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফ. মো.সরওয়ার মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক খান মো.নঈম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরাপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির ও ফরিদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক জি এম ফারুক।
এছাড়াও অনার্স ক্লাবের সভাপতি মোঃ ওসমান মোল্যা, সহ-সভাপতি আঃ গণি মিয়া, কোষাধ্যক্ষ জাকারিয়া, বঙ্গবন্ধু গণগ্রন্থাগারের সভাপতি এস এম ইউসুফ এবং মাগুরার মাশরুম সেন্টারের এর পরিচালক মো.বাবুল আক্তার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
পুরাপাড়া ইউনিয়নের ৩০ জন যুবক যুবতী সপ্তাহ ব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। স্বাগত বক্তব্যে পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের সভাপতি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি ক্লাবের বর্তমান কর্মকান্ড এবং ভিশন তুলে ধরেন। যুবদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করার অনার্স ক্লাবের লক্ষ্য বাস্তবায়নে তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের সর্বাত্মক সহযোগিতা আশা করেন। পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলে জানা যায় গত নভেম্বর মানে অনার্স ক্লাবের নতুন অংঙ্গ সংগঠন “অনার্স ক্লাব যুব উন্নয়ন ফাউন্ডেশন” আত্মপ্রকাশ করেছে।
মূলত এই নতুন সংগঠনে সদস্যসহ আশ পাশের এলাকার যুব যুবতীগণ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আশা প্রকাশ করে যে, এই প্রশিক্ষণ এলাকার যুব সম্প্রদায়ের আত্ম কর্মসংস্থানের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে এবং এ প্রশিক্ষণের মাধ্যমে এ অঞ্চলের মানুষজন মাশরুম চাষ বিষয়ক জ্ঞান অর্জন করে আধুনিক এবং স্বাস্থ্যসম্পন্ন পুষ্টিকর খাবারে মাশরুম ব্যবহার করবেন।