
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সদস্য সংগঠন খেয়া সাংস্কৃতিক সংস্থার ২১ বছর পূর্তি উপলক্ষে শহরের এবি টিউটোরিয়াল স্কুলে মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া নবীন কবি মৌসুমী নাগ ও পারভিন হকের কাব্য গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
খেয়া সাংস্কৃতিক সংস্থার সভাপতি সাইফুল হাসান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুর রহমান ফরিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর বিপ্লব বালা, ফুলকরি সাধারণ সম্পাদক সিরাজুল আজম আব্দুর রব, সাংস্কৃতিক সংগঠন বিশ্ব ভরা গানের সভাপতি কাজী শফিক ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ম আহমেদ নিজাম, এ অনুষ্ঠানে ফরিদপুর জেলার আটটি এবং পার্শ্ববর্তী জেলা রাজবাড়ির দুটো সংগঠন অংশগ্রহণ করে।