মেহেদী হাসান সীমান্ত : নাম আব্দুল মান্নান (২৫) স্বপ্ন পায়ে হেঁটে কুয়াকাটা যাবে সেই স্বপ্ন পূরণে ২০/০৭/২০২২ তারিখ ফরিদপুর থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করে আজ ২৮/০৭/২০২২ তিনি সাগরকন্যা কুয়াকাটায় পৌঁছায়। ৯ দিনের অক্লান্ত পরিশ্রমের ফলে তার স্বপ্ন পূরণে তিনি সক্ষম হয়।
জানা যায়, ছোটবেলা থেকেই তার এই স্বপ্ন জাগে মনে,এই স্বপ্ন পূরণে যাত্রা শুরু করে আব্দুল মান্নান কুয়াকাটা র অপরূপ সৌন্দর্য তাকে মুগ্ধ করেছিল বইয়ের পাতায় সেই থেকেই তার ইচ্ছে কুয়াকাটায় যাবো কিন্তু ভিন্নভাবে যেনো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারি।
মান্নান বলেন,ছোট্ট থেকে কুয়াকাটার নাম শুনেছি সাগরকন্যা কুয়াকাটা সেই কুয়াকাটায় যেতে মন টা ছটফট করত তাই ভাবলাম এমন ভাবে যাবো যেনো আমি প্রকৃতির মধ্যে হারিয়ে যাই চার পাসের অপরূপ সৌন্দর্য গুলো দেখতে পাই তাই পায়ে হেটে যাওয়ায় সিদ্ধান্ত নেই এবং স্বপ্ন পূরণ করতে শুরু করি।
আমার যাত্রা আজ পায়ে হেটে আমি সাগরকন্যা কুয়াকাটা এসেছি আমি মহান আল্লাহ কাছে শুকরিয়া আদায় করছি আজ আমি অনেক খুশি আমি আমার স্বপ্ন পূরণে সক্ষম মহান আল্লাহ অপরূপ সৃষ্টি সত্যি অনেক সুন্দর যা ঘরে বসে থাকলে কখনো দেখতে পেতাম না।
তিনি আরো বলেন, আসুন আমরা পৃথিবীর অপরূপ সৌন্দর্য উপভোগ করি বিশ্বের দরবারে তুলে ধরি আমাদের বাংলাদেশ আর বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
মান্নানের এই স্বপ্ন পূরণে খুশি তার পরিবার, বন্ধু-বান্ধব ও সহপাঠীরা সবাই মান্নানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার এই স্বপ্ন পূরণে।