নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দক্ষিন-পশ্চিমাঞ্চলের আয়োজনে ও ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহার সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে ফরিদপুর অফিসার্স কলোনীতে এ খেলার আয়োজন করা হয়।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আবদুল হেকিম এর সভাপতিত্বে উক্ত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (অবঃ) এ কে.এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অবঃ) প্রকাশ কৃষ্ণ সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদপুর পওর সার্কেল সৈয়দ সাহিদুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কুষ্টিয়া পওর সার্কেল আব্দুল হামিদসহ প্রমুখ।