বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় পাট ক্ষেত থেকে এক অন্তঃসত্ত্বা এনজিও কর্মীর মরদেহ উদ্বার করছে ভাঙ্গা থানা পুলিশ।
পাট ক্ষেতের ভেতর থেকে নুপুর সাহা (২৫) নামে এক নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্যকর পরিবেশ তৈয়ারি হয়েছে।
বুধবার (৮ জুন) উপজেলার চৌধুরীকান্দা সদরদী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নুপুর সাহা ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী গ্রামের কার্ত্তিক রায়ের স্ত্রী। তিনি আদ-দ্বীন নামে একটি এনজিওর মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
নুপুর সাহার ঘরে দুই বছর বয়সী একটি দুগ্বপোষ্য সন্তান রয়েছে। সে ছিল, ছয় মাসের অন্তঃসত্ত্বা।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সেলিম রেজা বলেন গনমমাধ্যমকে, মঙ্গলবার (০৭ জুন) সকালে নুপুর সাহা পৌর সদরের হোগলাডাঙ্গি গ্রামে এনজিওর টাকা উত্তোলনের জন্য বাড়ি থেকে বের হন। এরপর আর তার খোঁজ পায়নি পরিবার ও অফিসের লোকজন।
পরে বুধবার (৮ জুন) বিকেলে এলাকাবাসী একটি পাটক্ষেতের ভেতরে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী পুলিশে খবর দেয়। থানা থেকে পুলিশ গিয়ে পরে মরদেহটি উদ্ধার করে।
এদিকে খবর পেয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী ও জেলা সদর থেকে সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে ভাঙ্গা জনৈক এনজিও কর্মকর্তা গনমমাধ্যম কে বলেছেন, নুপুরের নিখোঁজের সংবাদ ভাঙ্গা পুলিশকে জানিয়েছি। নুপুরকে খুঁজতে বহু হাতে পায়ে ধরছি। তার পরিবার পুলিশের কাছে কান্না করেও সহযোগীতার বদলে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়েছে।
পুকিশ সঠিক সময় নুপুরকে উদ্বারের ব্যাবস্হা নিলে আজ নুপুর লাশ হয়ে বাড়ীও ফিরতো না ২ বছরের শিশুটি ও মাতৃহারা হইতো না। মৃত্যের পেটের সন্তানটি দুনিয়ার মুখ দেখার আগেই বিদায় নিলো দু’জনেই।
ছবিঃ পাটক্ষেতে নুপুরের লাশ, উৎসুক জনতার ভীড়। পাশে ব্যর্থ পুলিশ।