মোক্তার হোসেন, পাংশাঃ রাজবাড়ী জেলার পাংশায় শুক্রবার (৪ মার্চ) সকালে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পাংশার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ লাল্টু তার নিজ বাসভবনে শুক্রবার সকাল ১১টার দিকে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। আব্দুস সামাদ লাল্টু ২০১৭ সালে হজব্রত পালন করেন।
হজব্রতে তার সঙ্গী হাজীগণ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা শাহজুঁই কামিল মাদরাসার অধ্যক্ষ মুহাঃ আবু মুসা আশয়ারী।
অনুষ্ঠানে কবরবাসীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে ইসলামি বিধান মেনে জীবন-যাপনে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মো. আবুল কালাম আজাদ।