মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের উদ্যোগে সোমবার (৩১ জানুয়ারী) চতুর্থ দিনের মতো দরিদ্র লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপির সার্বিক দিক-নির্দেশনায় তার প্রতিনিধিদল সোমবার সকালে পাংশা উপজেলার হাবাসপুর ইউপির চর গোপালপুর আদিবাসীপাড়ায় কম্বল বিতরণ করেন।
এ উপলক্ষে চরগোপালপুর আদিবাসী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ কুন্ডু ও পাংশা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শেখ জহুরুল হক সবুজ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল জানান, রাজবাড়ী-২ আসনের বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সংগ্রামী সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের উদ্যোগে প্রতিটি ইউনিয়নে দরিদ্র লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।
এর আগে হাবাসপুর ইউপির চর আফড়া স্লুইজগেট বাজারে ও দুর্গম চরাঞ্চলের চররামনগর গ্রামে এবং কলিমহর ইউপির গোপালপুর বাজার ও খোর্দবসা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অত্র এলাকার দরিদ্র লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এলাকার উন্নয়নের রূপকার বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।