মোক্তার হোসেন, পাংশাঃ রাজবাড়ী জেলার পাংশায় আগামী ১১ মার্চ শুক্রবার স্বাস্থ্যবিধি মেনে বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শুক্রবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহম্মদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় সাহিত্য উন্নয়ন পরিষদের উপদেষ্টা, বিজ্ঞান ভিত্তিক লেখক কবি ও গবেষক, শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুক্তিযোদ্ধা এস.এম কায়কোবাদ, সাহিত্য উন্নয়ন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, সাহিত্য উন্নয়ন পরিষদের সহসভাপতি ও হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন, সাহিত্য উন্নয়ন পরিষদের সহ-সভাপতি ও পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শামসুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
উপস্থাপনা করেন সাহিত্য উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবদিক মোঃ মোক্তার হোসেন।
সভাপতির বক্তব্যে মুহম্মদ ফিরোজ হায়দার বলেন, আগামী ১১ মার্চ শুক্রবার সাহিত্য উন্নয়ন পরিষদের ২৭তম বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় অংশ্রগ্রহণকারী লেখক কবি সাহিত্যিকদের আগামী ২০ ফেব্রুয়ারীর মধ্যে এককপি পাসপোর্ট সাইজের ছবি, পূর্ণাঙ্গ ঠিকানাসহ সংগঠনের সভাপতির ঠিকানায় (নারায়নপুর, পাংশা কৃষি ফার্মের পাশে) স্বরচিত কবিতা ও গল্প ছাড়াও একুশে ফেব্রুয়ারী, মুক্তিযুদ্ধের চেতনা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ধর্মীয় বিষয়ের উপর লেখা জমা দিতে হবে।
১১ মার্চ শুক্রবার সকাল ১০টায় কেরাত প্রতিযোগিতা, বেলা ১১টায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সাড়ে ১২টায় নামাজের জন্য বিরতি এবং দুপুর ২টায় সাহিত্য আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এস.এম কায়কোবাদ, প্রধান পৃষ্ঠপোষক মোঃ সহিদুর রহমান ও সহসভাপতি মোঃ শমসুল হক সাহিত্য ম্যাগাজিন প্রকাশের গুরুত্বারোপ করেন।