মোক্তার হোসেনঃ রাজবাড়ীর পাংশায় বিশিষ্ট শিক্ষা ব্রতী অধ্যাপক আবদুল ওয়াহাব স্যারের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবে সোমবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার এ কর্মসূচির আয়োজন করে। তিনি পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬৫ সালের ৩ জানুয়ারি পাঠাগারটি প্রতিষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এসএম কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক আবদুল ওয়াহাব স্যারের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন পাঠাগারের সাধারণ সম্পাদক আব্দুল আল মাসুদ বিশ্বাস, অধ্যক্ষ বিকাশ বসু, অধ্যক্ষ আব্দুল মান্নান, নিখিল কুমার দত্ত, অশোক পাল, কাজী আসকার দানিয়েল সীপার প্রমুখ। ওয়াহাব স্যারের স্মরণে স্বরচিত কবিতা পাঠ ও উৎসর্গ করেন কবি এবাদত আলী শেখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের আজীবন সদস্য সাংবাদিক মোঃ মোক্তার হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কবি আলহাজ্ব মুহাম্মদ ফিরোজ হায়দার। উপস্থাপনা করেন লিটন কুমার বিশ্বাস। অনুষ্ঠানে বিভিন্ন শেণি পেশার বিশিষ্ট ব্যক্তিরা ওয়াহাব স্যারের স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন।