নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব অসহায় ও দু:স্থ ১৬০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মো: শামসুল হক ভোলা মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বেপারী, মইনুদ্দিন আহমেদ মোল্লা, হাফিজুর রহমান মন্ডল, আবুল কাশেম মোল্লা, ইউসুফ আলী মোল্লা, এডভোকেট মোসাদ্দেক আহমেদ, সাবেক ছাত্রনেতা আব্দুল কুদ্দুস মোল্লা, হাসিবুল হক, তৌফিক আল মামুনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী মোল্লা ও ছাত্র সমাজ কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ইদ্রিস আলী শেখ।
এ অনুষ্ঠান আয়োজনে ছিলেন, ফরিদপুর সদর উপজেলার মমিন খার হাট, আইজুদ্দিন মৃধার ডাংগী, ডাবল ব্রিজ, মোল্লাবাড়ি, চর মাধবদিয়া মোল্লা বাড়ী এলাকার ছাত্র সমাজ কল্যাণ সংগঠন ও অর্থ প্রদানকারী বিভিন্ন শ্রেনীর ব্যক্তিবর্গ।