1. news.ajkerkontho@gmail.com : Ajker Kontho : Ajker Kontho
  2. rjillur86@gmail.com : Jillur Rahman Russell : Jillur Rahman Russell
  3. sklablu6580@gmail.com : Lablu Shek : Lablu Shek
  4. multicare.net@gmail.com : আজকের কন্ঠ :
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১০:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
র‍্যাব-৮ ও র‍্যাব-১১’র যৌথ অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার মাহে রমজানে জেলা ভোক্তা অধিদপ্তর কর্তৃক বাজার তদারকি ফরিদপুরে মাংসের বাজারে ভোক্তা অধিদপ্তরের তদারকি ‘যতদিন এই বাংলায় পাখিরা ডাকবে; ততোদিন বঙ্গবন্ধুর মৃত্যু নেই” –সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ শিল্পীর চিকিৎসার সকল দ্বায়ভার গ্রহন করলেন: এমপি এবং সারমিন সালাম শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত মাদ্রাসা ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদে ৪ শিক্ষকের ওপর হামলা অভিযোগ আলোচিত ছাত্রলীগের সভাপতিকে বহিষ্কার কাজদিয়া সরকারী বিদ‍্যালয়ে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

পদ থেকে ইস্তফা নিয়ে সালথায় দাঙ্গা নির্মূলের আহ্বান জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন পুলিশ কর্মকর্তা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
সত্য প্রকাশে নির্ভীক
নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: নিজের পদ থেকে ইস্তফা নিয়ে প্রিয় কর্মস্থল ফরিদপুরের সালথায় দাঙ্গা নির্মুলের আহ্বান জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান।
বৃহস্পতিবার ‘নগরকান্দা সার্কেল ফরিদপুর’ নামে নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে এই স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসে সালথার দাঙ্গা নির্মূলের জন্য নানা উদ্যোগের কথা তুলে ধরেন। বিদায় নেওয়ার আগে প্রিয় কর্মস্থলের মানুষের শান্তির কথা চিন্তা করে তার দেয়া এমন স্ট্যাটাসটি পড়ে অনেকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। কেউ কেউ তার সাফল্য কামনা করে ও শুভেচ্ছা জানিয়ে কমেন্টসও করেছেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন- জাপান সরকারের বৃত্তি নিয়ে মেইজি ইউনিভার্সিটি টোকিওতে দুই বছরের একটি মাস্টার্স কোর্সে পড়ালেখার সুযোগ পেয়েছি। যে কারণে আজ নগরকান্দা সার্কেল অফিসারের পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিতে হয়েছে। বিগত প্রায় দেড় বছর নগরকান্দা-সালথায় কাজ করতে গিয়ে এখানকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, অন্যান্য অফিসারসহ আরো বহু সুধীজন- শুভানুধ্যায়ীর সাথে একটি হৃদ্যতাপূর্ণ নির্ভরশীলতার সম্পর্ক গড়ে উঠেছে। অনেক মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছি এখানে। সময়স্বল্পতার কারনে ইচ্ছা থাকলেও অনেক কাজ সম্পন্ন করা যায়নি। যারা পোস্টটি দেখবেন তারা স্থানীয় জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সাথে নিয়ে এগুলো বাস্তবায়ন করার উদ্যোগ নিন।

প্রথমে সালথায় দাঙ্গা নির্মূল করুন। প্রত্যেক এলাকায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা করুন। অপরাধ শূন্যের কোটায় নেমে আসবে। কোন এলাকায় কয়টি সিসিটিভি দরকার তার একটি তালিকা করেছি আমি। সংশ্লিষ্ট বিট পুলিশিং অফিসারের কাছ থেকে জেনে নিন। প্রত্যেক গ্রামে অন্তত একটি করে আধুনিক লাইব্রেরি প্রতিষ্ঠা করার ব্যবস্থা নিন। বহুগুণে এর সুফল পাবেন। এলাকার কোনো ছাত্র-ছাত্রী যেন স্কুল-কলেজ থেকে ঝড়ে না যায় সেদিকে নজর রাখুন। সারা বছর এলাকাভিত্তিক বিভিন্ন ধরনের খেলাধুলার টুর্ণামেন্ট চালু করুন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বাড়ান। আজ থেকে ১০-১৫ বছর পরে এলাকাকে কেমন দেখতে চান সেই অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে কাজ করুন। সদগুণ চর্চা করুন এবং ছড়িয়ে দিন।এখানে আমার প্রাপ্তি অনেক। নগরকান্দা-সালথার মানুষের আতিথেয়তা চিরকাল কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবো আমি। শত কর্মব্যস্ততার মধ্যেও এখানকার নির্মল সবুজ বিস্তৃত ফসলের মাঠ, নীলাকাশে ভেসে বেড়ানো আশ্চর্য সব মেঘদল আর জানালার কার্নিশে পাখিদের নিরবচ্ছিন্ন গান আমাকে আনন্দ দিয়েছে অনেক। সকলের জন্য শুভকামনা রইলো। পরিবার নিয়ে ভালো থাকুন।

উল্লেখ্য- সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) পদে যোগদানের পর ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামানের দিক নির্দেশনায় সালথায় সহিংসতা বন্ধে নানা উদ্যোগ নেন তিনি। সালথাবাসীর কাছে তিনি একজন সৎ নির্ভিক পুলিশ কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে নিয়েছিলেন। যেকারণে তার চলে যাওয়া খবরে এখানকার অনেক মানুষ দু:খ প্রকাশ করেছেন। তারা বলেছেন- সালথার সহিংতার বিরুদ্ধে এই মানুষটি লড়াই করে যাচ্ছিলেন। পুলিশ সুপার ও তার নানা উদ্যোগের কারণে সংঘর্ষ অনেকটা কমে গেয়েছিল। এখন সে চলে গেলে আবারও মাথা চাড়া দিয়ে উঠতে পারে দাঙ্গাবাজরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
error: Content is protected !!