নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পথচারীকে বাঁচাতে গিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লেগে খোকন চৌধুরী (৩৬) নামের এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার লক্ষিতাড়া-নিয়ামতপুর সড়কের ভাদরন্ড মোড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী আহত হয়েছেন।
নিহত খোকন চৌধুরী নওগাঁর মান্দা উপজেলার খাস মান্দা গ্রামের ফাইম চৌধুরীর ছেলে। আর আহত ব্যক্তি হলেন মান্দা উপজেলার খাগড়া গ্রামের সফর উদ্দিনের ছেলে মঈন উদ্দিন (৩২)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে উপজেলার লক্ষিতাড়া বাজার থেকে খোকন ও মঈন মোটরসাইকেলে গ্রামের বাড়িতে ফিরছিলেন। নিয়ামতপুর-লক্ষিতাড়া সড়কের ভাদরন্ড মোড়ে পৌঁছালে তাঁদের মোটরসাইকেলের সামনে দিয়ে এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। ওই পথচারীকে বাঁচাতে গিয়ে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক খোকন চৌধুরী নিহত হন। এ সময় গুরুতর আহত হন ওই মোটরসাইকেলের আরেক আরোহী মঈন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজকের কন্ঠ
নওগাঁ