নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সদ্যপ্রয়াত সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, নৌকার বাক্সে যত বেশি ভোট পড়বে আমি তত বেশি জনগনের পাঁশে দাড়ানোর সুযোগ পাবো। আপনারা সকলে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিবেন। সব কেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিতি করতে হবে। যাতে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে পারি যে জনগন আমাকে সর্বোচ্চ ভোট দিয়েছে, এখন আমার এলাকায় সর্বোচ্চ উন্নয়ন করতে হবে।
আজ বুধবার (২৬ অক্টোবর) বিকালে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকার নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ নেতা মো. কাওছার মাতুব্বরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলসহ সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এর আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে জনসভায় যোগদেন।