নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রেষ্ঠ চিকিৎসক হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রণব কুমার সাহা।
২৬ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় হাসপাতালে রোগীর সেবায় অনন্য ভূমিকা পালন করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সোমবার তাকে ক্রেস্ট উপহার দিয়ে পুরস্কৃত করা হয়।
চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনুপ্রেরণা যোগাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এমন স্বীকৃতির আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মাহাবুব-উল আলম উপস্থিত থেকে ডা.প্রণব কুমার সাহার হাতে ক্রেস্ট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি কনসালটেন্ট ডা. সাইফুল ইসলাম, অ্যানেসথেসিয়া কনসালটেন্ট ডা. তারিকুল ইসলাম, ডা.মোস্তাহিদ কায়সার, শিশু কনসালটেন্ট ডা. মনিরুল হক তরফদার, এমওডিসি ডা. তূর্য রহমান, ডা. কায়সার, ডা. শারমিন সুলতানা, ডা. তুলি প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে শ্রেষ্ঠ সিনিয়র স্টাফ নার্স হলেন, নাসরিন সুলতানা, শ্রেষ্ঠ মিডওয়াইফ হলেন, টপি রানী, শ্রেষ্ঠ স্যাকমো হলেন, শাহ আলম, শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারী হলেন, আলতাফ হোসেন, শ্রেষ্ঠ সিএইচসিপি হলেন, মাসুদ রানা এবং শ্রেষ্ঠ পরিচ্ছন্নতা কর্মী হলেন, শ্রী মতি শ্যামলী।
নওগাঁ প্রতিনিধি