নওগাঁর নিয়ামতপুরে জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা শেষে কেক কেটে
প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব হাসান মাহমুদ এর সভাপতিত্বে সভায় অডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে বক্তব্য দেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, সিরাজুল ইসলাম, সহ- সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন। নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবেদ হাসান মিলন, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম। ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু প্রমুখ।
আজকের কন্ঠ
নওগাঁ