নির্বাচন হবে অবাধ, সুষ্টু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। কেউ গুজবে কান দিবেন না। যার ভোট সে তার পছন্দের প্রার্থীকেই দিতে পারবেন। প্রশাসন আপনাদের পাশে আছে এবং থাকবে। আমরা চাই শান্তিপুর্ণ একটি নির্বাচন।
এ লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান, আমিসহ প্রশাসনের কর্মকর্তারা মাঠে আছি ও থাকবো। শুক্রবার সকালে এক সাক্ষাৎকারে কথাগুলো ব্যক্ত করেন, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান।
তিনি আরো বলেন, নির্বাচনে কেউ সহিংসতা করে পার পাবে না, তাকে আইনর আওতায় আনা হবে। আমরা নির্বাচনকে শান্তিপুর্ণ ও অবাধ করতে কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের সহযোগিতা করবেন।