এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুন্নাহার মহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরুল কবির জিহাদ।
বুধবার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সোশিও-ইকোনোমিক রিইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রেন্ট ওয়াকার্স অব বাংলাদেশ রয়্যাল ডেনিস অ্যামবেসির অর্থায়নে নিরাপদ অভিবাসনের জন্য জনসচেতনা তৈরির লক্ষ্যে চাঁদপুর ইউনিয়নের প্রবাসী বাসিন্দা ও পরিষদের সদস্যবৃন্দ সহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমন্বয়কারী খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ। এ সময় তিনি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কার্যক্রম নিরাপদ অভিবাসনের জন্য জনসচেতনা তৈরি, মানব পাচার প্রতিরোধসহ সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য তুলে ধরেন।
এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ফিল্ড অর্গানাইজার মোঃ সেলিম বিশ্বাসসহ ফরিদপুরের ব্র্যাক মাইগ্রেশনের কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।