নওগাঁ নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নিয়ামতপুর থানার হলরুমে উপজেলার ৬৪ টি দূর্গাপূজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পূজা উদযাপন কমিটির সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, নিয়ামতপুর থানার তদন্ত ওসি ফইমদ্দিন, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র, পূজা উদযাপন কমিটির দপ্তর সম্পাদক সঞ্জিত কুমার প্রমুখ।
আজকের কন্ঠ
নওগাঁ