স্থানীয়রা জানান, বিপুল ভোটে জহুরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আমরা খুশি। যোগ্য ব্যক্তি পেয়েছে এ ইউনিয়নের দায়িক্ত। সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। আমরা তার সফলতা কামনা করি।
সদ্য নির্বাচিত চেয়ারম্যান মো.জহুরুল ইসলাম বলেন, এ বিজয় আমার না এ বিজয় নারুয়া ইউনিয়নের সাধারন মানুষের। আমি কৃতজ্ঞতা জানাই জননেত্রী শেখ হাসিনাকে আমাকে নৌকা প্রতীক দেন এবং আমার ইউনিয়নবাসী ভোটদিয়ে আমার নির্বাচিত করে তাদের সেবা কারর সুযোগ দিয়েছেন।
আমি সকলের কাছে দোয়া কামনা করি যেন এ ইউনিয়নের উন্নয়নে কাজ রাতে পারি এবং নারুয়া ইউনিয়ন কে আধুনিক ইউনিয়ন হিসেবে গড়তে পারি।