রাজবাড়ী প্রতিনিধিঃ আগামী ২৮ নভেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন।
এ নির্বাচনে ৪নং নারুয়া ইউনিয়ন থেকে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন মোঃ আবুল কালাম আজাদ।
স্থানীয় জনগণ জানান, আবুল কালাম আজাদ একজন সৎ-পরিশ্রমী ও একজন সাদা মনের মানুষ। তিনি সব সময় মানুষের বিপদে আপদে পাশে দাড়ায়। ইতিমধ্যে তার কার্যক্রমের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছে। জানা যায়, মোঃ আবুল কালম আজাদ ছাত্রজীব থেকেই ছাত্রলীগের রাজনীতিরসাথে সম্পৃক্ত। তিনি বর্তমানে নারুয়া ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িক্ত পালন করছেন।
ইউনিয়ন নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও কর্মী সমর্থকদের চাপে তিনি সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।
আবুল কালাম আজাদ বলেন, আমি ইউনিয়নবাসীর সেবক হিসেবে কাজকরতে চাই, ইউনিয়নবাসী আমাকে ভালোবাসে। জননেত্রী শেখ হাসিনা ঘোষিত গ্রামকে শহরে রুপান্তর করতে কাজ করে যাচ্ছি।
তিরি আরো বলেন আগামী নির্বাচনে আমি বিজয়ী হলে নারুয়া ইউনিয়কে আধুনিক-সমৃদ্ধ ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ্। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।