ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে জেলা কৃষকলীগ নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের নবাগত পুলিশ সুপার মো. শাহজাহানকে শুভেচ্ছা ও তার সঙ্গে মতবিনিময় করেছে জেলা কৃষক লীগের নেতারা।
৩০ আগস্ট মঙ্গলবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এ শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় ফরিদপুরকে শান্তিপূর্ণ ও বসবাসের উপযোগী করে গড়ে তুলতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
পুলিশ সুপার বলেন, ‘ফরিদপুরকে একটা শান্তির শহর প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জেলার আইন-শৃঙ্খলার আরো উন্নতির জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে।’
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে এর বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে জেলা পুলিশের সর্বোচ্চ এই কর্মকর্তা বলেন, ‘ফরিদপুরের পুলিশ হবে জনবান্ধব। সাধার মানুষ আইনগত সকল সুবিধা এখান থেকে পাবে। আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
জেলার কৃষি ও কৃষকের যে কোনো প্রয়োজনে পুলিশ সবসময় পাশে থাকবে উল্লেখ করেন তিনি বলেন, ‘দেশের কৃষকই মূল উৎপাদনে কারিগর, কৃষকরা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। দেশ সমৃদ্ধ হবে। এ কারণে আমাদের প্রত্যেকের উচিৎ কৃষকের কথা চিন্তা করে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।’
এসময় উপস্থিত ছিলেন, কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য ও অবসরপ্রাপ্ত সিনিয়র এআইজি মালেক খসরু, জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম, সহ-সভাপতি প্রফেসর আবুল কাশেম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ, সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আকতার শেখ প্রমুখ।