নুরুল ইসলামঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে অবস্থিত নগরকান্দা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের নেই কোনো হিন্দু শিক্ষক। যেকারণে ওই ধর্মের শিক্ষার্থীদের ধর্ম বিষয় ক্লাস নেন মুসলিম শিক্ষক। প্রায় ছয় বছর ধরে এভাবেই চলছে বিদ্যালয়টির হিন্দু শিক্ষা কার্যক্রম। এই বিদ্যালয়ে শিক্ষকের পদ সংখ্যা ১৪ টির স্থলে আছেন ১১ জন। বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৪৪৫ জন। তারমধ্যে হিন্দু শিক্ষার্থীর সংখ্যা ৯৫ জন। সব শিক্ষক মুসলমান হওয়ায় হিন্দু শিক্ষার্থীরা নিজ ধর্ম শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে। ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত হিন্দু তারা। এতে অভিভাবকদের মাঝে হতাশা বিরাজ করছে।
অভিভাবক পরিমল চন্দ্র বর্মন বলেন, এক ধর্মের শিক্ষক অন্য ধর্ম বিষয় পড়ানো এটা কি ভাবে সম্ভব। আমাদের ছেলে মেয়েরা তো ধর্ম বিষয়ে পিছিয়ে পড়ছে। তাই অতিদ্রুত এই বিদ্যালয়ে একজন হিন্দু শিক্ষক নিয়োগের জন্য আমি কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফ্ফার হোসেন মিয়া বলেন, ২০১৮ সাল থেকে এই বিদ্যালয়ে কোন হিন্দু শিক্ষক না থাকায় হিন্দু শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় ব্যাঘাত ঘটছে। এ বিদ্যালয়ে এক চতুর্থাংশ শিক্ষার্থী হিন্দু ধর্মের। আমি কয়েকবার কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত এই বিদ্যালয়ে একজন হিন্দু শিক্ষক প্রয়োজন।
উপজেলা শিক্ষা অফিসার রাশেদ মামুন বলেন, দীর্ঘদিন যাবত এই বিদ্যালয়ে হিন্দু শিক্ষক নেই। বর্তমানে শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষকদের বদলী নিয়ম হয়েছে। যতদ্রুত সম্ভব কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ বিদ্যালয়ে একজন হিন্দু শিক্ষক প্রেষনে দেওয়া হবে।