মিজানুর রহমান, নগরকান্দাঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের বিনকদিয়া গ্রামে ১০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ছোট একটি মেহগনি গাছ কাটা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই গ্রুপের ১০ জন আহত হয়েছে বলে জানা যায়। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন চান্দুল্যা সরদার গ্রুপের মিরুজ শেখ (৩৫), ইউসুফ শেখ (৪০), ইউনুস শেখ (৬৫), রানা (২২), রুমান শেখ (১৭), টুইন্যা মোল্লা গ্রুপের রাজু মুন্সি (২২), শান্ত (১৬), আলাতা শেখ (৬০), সুকুরন (৫০), তাছলিমা (৩০)।
স্থানীয় লোকজন জানান টুইন্যা মোল্লা ও ইলিয়াস সরদার এর জমি পাশাপাশি মাঝখানে বাড়িতে যাতায়াতের রাস্তা। চান্দুল্যা সরদারের জমির উপর দিয়ে রাস্তা। রাস্তার পাশে লাগানো একটি মেহগনি গাছ থাকায় সেখান দিয়ে আলতা ভ্যান গাড়ি বাড়িতে নিতে অসুবিধা হলে চারা গাছটি টুইন্যা মোল্লা গ্রুপের আলতা শেখ কেটে ফেলে।
গাছ কাটার কথা ইলিয়াস সরদার শুনত গেলে তাকে মারপিট করা সহ মোক্তার মাস্টার এর ঘর ভাঙচুর লুটপাট করে বলে ক্ষতিগ্রস্ত মোক্তার মাস্টার জানান।
মোক্তার মাস্টার বলেন খবর পেয়ে বাড়িতে গেলে আমাকেও মারার জন্য হুমকি দুমকি দেয় ঐ পক্ষ। এবিষয় থানায় একটি অভিযোগ করেন বলে জানান। বাড়ির জায়গা জমি নিয়ে দুই গ্রুপের মধ্যে প্রায় হাতাহাতি মারামারি লেগেই থাকে। জায়গার সিমানা নিয়ে, গাছ কাটা নিয়ে এর আগেই মামলা মোকদ্দমা চলছে। টুইন্যা মোল্লা গংরা জায়গা তাদের বলে দাবি করলেও তারা কোন দলিলপত্র দেখাতে পারেনি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শান্ত করে এবং উভয় পক্ষের শান্তি শৃংখলার স্বার্থে দুই গ্রুপের দুইজন টুইন্যা মোল্লা ও ইলিয়াস সরদারকে আটক করে থানায় নিয়ে আসে।