সালথা নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় বিনামূল্যে স্কুল ও মাদরাসার দুই শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করেছে মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন ফরিদপুর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির উদ্যোগে বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলার ফুলসূতি ইউনিয়নের ফুলসুতি আব্দুল আলেম চৌধুরী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, ফুলসুতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফুলসূতি বাইতুল আতিক মাদরাসা মাঠে রক্তের গ্রুপ নির্ণয়ের এ কর্মসুচি আয়োজন করা হয়। শিক্ষার্থীরা ছাড়াও ফুলসুতি গ্রামের শতাধিক নারী-পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করা হয়।
রক্তের গ্রুপ নির্ণয় কর্মসুচিতে ফরিদপুর মুক্ত সমাজ, হাট কৃষ্ণপুর ব্লাড ডোনার্স ক্লাব ও সালথা ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যরা সহযোগিতা করেন। এসব সংগঠনের কর্মীরা সারাদিন বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে শিক্ষার্থীদের জানিয়ে দেয়।
কয়েকজন অভিভাবক জানান, শিক্ষার্থীদের ইউনিক আইডির জন্য রক্তের গ্রুপ জানার প্রয়োজন হয়। তখন নানাভাবে বিপাকে পড়তে হয় আমাদের। বিভিন্ন জায়গায় গিয়ে টাকা দিয়ে তাঁদের রক্তের গ্রুপ পরীক্ষা করা লাগে। তবে বুধবার আমাদের স্কুলে এসে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানিয়ে দিয়ে যায় মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন ফরিদপুর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের এই ভুমিকা সত্যিই প্রশংসিত হয়েছে।
একাধিক শিক্ষার্থী বলেন, সহপাঠীদের সঙ্গে আমরা রক্তের গ্রুপ পরীক্ষা করতে এসেছি। রক্তের গ্রুপ পরীক্ষার আগ পর্যন্ত ভয়ে ছিলাম। তবে পরীক্ষার পর আমাদের সাহস বেড়ে গেছে। বড় হয়ে আমরা রক্তদান করবো।
সংগঠন সংশ্লিষ্ট কর্মীরা জানান, মানবতার টানে সদা প্রস্তুত মোরা রক্তদানে এই স্লোগান ধারণ করে “মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন ফরিদপুর কাজ করে যাচ্ছে। এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। ২০২২ সালের ৩০ নভেম্বর মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন ফরিদপুর যাত্রা শুরু করা হয় । মানবসেবার পাশাপাশি তাদের মূল লক্ষ্য হলো স্বেচ্ছায় মানুষের রক্ত সংগ্রহ করে দেওয়া। একঝাক কর্মঠ তরুণ স্বেচ্ছাসেবী এ সংগঠনে কাজ করছেন।