মিজানুর রহমানঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়া গ্রামে অবস্থিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয় প্রকল্প পরিদর্শন করেন ২০ টি দেশের প্রতিনিধিরা।
৩০ নভেম্বর বুধবার সকালে আশ্রয় প্রকল্প পরির্দশন কালে উপস্থিত ছিলেন মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মোঃ আতিকুল হক গ্রেট- ১, ফরিদপুর জেলা প্রশাসক অতুল কুমার সরকার (পদোন্নতিপ্রাপ্ত যুগ্মসচিব), মোঃ শাহজাহান পিপিএম সেবা পুলিশ সুপার ফরিদপুর, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা সার্কেল আসাদুজ্জামান শাকিল, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন (জিসান), নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান সহ বিভিন্ন পেশা মানুষ উপস্থিত ছিলেন।