মোক্তার হোসেনঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে “ধর্ম শিক্ষায় মাতৃভাষার গুরুত্ব বাঞ্চনীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে অমর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্ব শান্তিকামী ছাত্র সমাজ এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সত্যের দরবার শরীফ ও বিশ্ব শান্তিকামী ছাত্র সমাজের পরিচালক আবুল হাসান বাবুল, সংগঠনের মুখপাত্র ডা. মো. রফিক উজ্জামান, ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, রাজবাড়ী হোমিও প্যাথি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. বকুল হোসেন ও আব্দুর রহমান বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠানে সাংবাদিক মো. মোক্তার হোসেন ও শহিদুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন।
উপস্থাপনা করেন সংগঠনের মাজবাড়ী সোনাপুর অঞ্চলের সাধারণ সম্পাদক মজিবর রহমান।
আলোচকবৃন্দ ধর্ম শিক্ষার গুরুত্বারোপ করে বলেন, পৃথিবীর বিভিন্ন ধর্মীয় গোত্র বিভিন্ন অঞ্চলভিত্তিক হওয়ায় প্রচলিত ধর্মগ্রন্থগুলি বিভিন্ন আঞ্চলিক ভাষায় রচিত হয়েছে। সঠিক অর্থ ও ধাতুগত অর্থ, মর্ম ব্যাখ্যা না জানা ও না বোঝার পার্থক্যের কারণে বিভিন্ন মতানৈক্য বা মতবাদ দ্বারা ধর্মীয় সমাজ পরিচালিত। বিভিন্ন দলাদলীর সৃষ্টি ও আত্মগোড়ামীমূলক মনগড়া শিক্ষা দ্বারা জনসমাজ দিশাহারা।
এ জন্য স্ব-স্ব মাতৃভাষায় ধর্ম শিক্ষার গুরুত্ব অপরিসীম ও বাঞ্চনীয়। তাহলে ধর্ম শব্দটির বাস্তব মর্মগত অর্থ কি এবং কোথায় থাকে, ধর্ম নষ্ট হয় কি কারণের কারণে এবং ধর্ম সুষ্ঠু ও সঠিক থাকে কি কারণের কারণে ইহা প্রত্যেকটি মানুষের জন্য জানা অবশ্যই কর্তব্য।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র” এই মানসে শিক্ষা এবং জ্ঞান অন্মেষণে “বিশ্ব শান্তিকামী ছাত্র সমাজ” ব্যক্তি সুন্দরের লক্ষে সত্যের আলোচনার মাধ্যমে সঠিক জ্ঞান চর্চার মানসে সাংগঠনিক ভাবে আত্মপ্রকাশ ঘটিয়েছে। সুন্দর ব্যক্তি হিসাবে নিজেকে তৈরীর জন্য আলোচনা ও গবেষণার মাধ্যমে সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।