
রাজবাড়ী প্রতিনিধি: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের দৌলতদিয়া প্রান্তে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সিরিয়ালের তৈরী হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ট্রাক চালক ও সহকর্মীরা।
মঙ্গলবার ফেরিঘাট এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া টেকনিক্যাল স্কুল পর্যন্ত ৫কিলোমিটার মহাসড়কে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও কভার্ডভ্যান ফেরি পারের অপেক্ষায় রয়েছে।
যশোর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক চালক লিটন হাওলাদার বলেন, বেশ কয়েকদিন ঘাটে তেমন কোন সিরিয়াল ছিলোনা। ভেবেছিলাম আজও ঠিকঠাক ফেরি পেয়ে যাব। কিন্তু সোমবার দিবাগত ভোর রাতে ঘাট এলাকায় এসে সিরিয়ালে আটকে পড়েছি। এখন বেলা সাড়ে ১২টা বাজলেও ফেরির নাগাল পাইনি। তিনি আরো বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট মানেই বাড়তি ভোগান্তি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, রাতে দুটি বড় ফেরি বিকল হওয়ার কারণে যানজট সৃষ্টি হয়েছে। সকালে ফেরি দুটি মেরামত শেষে বহরে যুক্ত হয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি গাড়ির চাপ কমে যাবে। বর্তমান এরুটে ১৬টি ফেরি চলাচল করছে।